রক্তাক্ত কাবুল,আবারো চার চিকিৎসকসহ নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো গাড়ি বোমা হামলায় চার চিকিৎসকসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর)-এর হামলায় চিকিৎকরা লক্ষ্যবস্তু ছিলেন কিনা বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ঘটে যাওয়া একটি হামলার দায়ভারও স্বীকার করেনি কোন গোষ্ঠী। মঙ্গলবারের হামলা নিয়েও বিভ্রান্তে নিরাপত্তা বাহিনী। কাবুলের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বোমা হামলা যেন নিয়মিত ঘটনা। প্রতিদিনই মরছে বহু মানুষ।
আগের দিনও রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। আফগানিস্তান যখন দীর্ঘ ১৯ বছরের যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে তখনই ধারাবাহিক বোমা হামলা হচ্ছে দেশজুড়ে। এ বিষয়ে আফগান সরকার এবং সশস্ত্র গোষ্ঠী তালেবানও মুখ খুলছে না।